সোস্যাল নেটওয়াকিং সাইট ফেসবুক এবং ইন্টারনেট টেলিফোন কোম্পানী স্কাইপি একসাথে কাজ করতে যাচ্ছে। এটা কার্যকর হলে ফেসবুক থেকে কেউ স্কাইপি ব্যবহারের সুযোগ পাবেন।
দুজনের আলোচনা চলছে এবিষয়ে। আলোচনা চুড়ান্ত হলে কিংবা চুক্তি হলে দুই ব্যবস্থার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে টেক্সট মেসেজ পাঠানো, কথা বলা কিংবা ভিডিও সংযোগ ব্যবহার করতে পারবেন। এজন্য স্কাইপির নতুন ভার্শন ৫.০ আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিলিজ দেয়ার কথা।













































