September 24, 2010

ফেসবুকে ৪ বছরের সবচেয়ে বড় বিপর্যয়

গত ৪ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছিল জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টা এটা ব্যবহার করা যায়নি। কারন খুজতে গিয়ে পাওয়া গেছে এটা ফেসবুকের আভ্যন্তরিন পরিবর্তনের ফল।
ফেসবুকে ইনভালিড ডাটা পাওয়া গেলে নির্দিষ্ট একটি তথ্য ব্যবহারের পদ্ধতির কারনে এই সমস্যা তৈরী হয়েছিল বলে জানানো হয়েছে। সেই তথ্য নিজেই ইনভ্যালিড ডাটা হিসেবে শনাক্ত হয়ে সমস্যা তৈরী করেছে। ফল হিসেবে ডিএনএস এরর মেসেজ পাওয়া গেছে। ফেসবুকের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এজন্য।
সমস্যা এখনো পুরোপুরি দুর হয়নি। ফেসবুক চালু রাখার জন্য অটোমেটেড সিষ্টেম বন্ধ রাখতে হয়েছে। আর নিরাপত্তার জন্য এটা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
এর আগের দিনও ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার সম্মুখিন হয়েছিলেন। তখন বলা হয়েছিল সেজন্য দায়ী থার্ড-পার্টি নেটওয়ার্ক প্রোভাইডার।

No comments:

Post a Comment