ক্যাসিওর ১০এক্স জুমের এই পকেট সুপারজুম ক্যামেরায় রয়েছে বিশ্বের প্রথম হাইব্রিড জিপিএস। যার অর্থ যেখানে স্যাটেলাইট সিগন্যাল নেই সেখানেও ক্যামেরা সঠিক অবস্থান রেকর্ড করতে সক্ষম। ভিডিও কিংবা ছবি উঠানোর অবস্থান ডিসপ্লেতে দেখাতে সক্ষম এই ক্যামেরা।
এতে রয়েছে ১৪.১ মেগাপিক্সেল সেন্সর, ২৪-২৪০মিমি জুম লেন্স, ৩ ইঞ্চি হাই রেজ্যুলুশন ডিসপ্লে। যারা ক্যামেরা ব্যবহারে নতুন তাদের জন্য প্রিমিয়াম অটো ফাংশন বলে একটি ব্যবস্থা।
এছাড়া উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে এতে ব্যবহার করা নতুন এক্সিলিম ইঞ্জিন এইচএস, ১০এক্স জুমকে ছবির বিকৃতি না ঘটিয়েই ১৫এক্স হিসেবে ব্যবহারের সুযোগ, ৩৬০ ডিগ্রী প্যানোরমা ছবি তোলার ব্যবস্থা। বিশ্বের ১৫০টি শহরের ম্যাপ রয়েছে ক্যামেরাতেই। লক্ষ লক্ষ যায়গার নাম, অন্তত ১০ হাজার বিখ্যাত যায়গার পরিচিতি। ভাল ছবির জন্য স্কিনটোন, সফট স্যাডো ইত্যাদি ফিচার রয়েছে।
ক্যামেরাটি নভেম্বরে বাজারে পাওয়া যাবে। দাম ৩৫০ ডলার।
No comments:
Post a Comment