এসএলআর ক্যামেরায় ভিডিও করুন বা নাই করুন, তাতে ভিডিও করা যায়না শুনলে নিশ্চয়ই সেখান থেকে সরে যাবেন। সেক্ষেত্রে সিগমার বাজারে আসতে যাওয়া এসডি-১ ক্যামেরা আপনার জন্য না। যারা সত্যিকারের ষ্টিল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য।
ওয়েদারপ্রুফ ম্যাগনেশিয়ামের তৈরী ক্যামেরার ভেতরে রয়েছে ১৫.৩ মেগাপিক্সেল ২৪মিমি-১৬মিমি এক্স৩ সিমোস সেন্সর। এক্স৩ সেন্সর হচ্ছে রেড-গ্রীন-ব্লু তিনরঙের আলোর জন্য তিনটি সেন্সরকে লেয়ারের মত ব্যবহার করা। এছাড়া রয়েছে ডুয়াল ট্রু-২ ইমেজ প্রসেসর। ১১ পয়েন্ট অটোফোকাস।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৪৬০,০০০ ডট ৩ ইঞ্চি ডিসপ্লে, কম্প্যাক্ট ফ্লাশ কার্ড কম্পাটিবিলিটি। ঝড়-বৃষ্টিতে ক্যামেরার ক্ষতি হবে না। আর যেমনটি আগেই বলা হয়েছে, এতে লাইভ ভিউ বা ভিডিও করার অপশন নেই।
আগামী ফেব্রুয়ারীতে এটা বাজারে পাওয়া যাবে।
ভাই আমার একটা সিগমা এস ডি নাইন৯ এসএল ক্যামেরা আছে:.কিছুদিন যাবত সমস্যা করছে
ReplyDeleteকোথায় নিয়ে গেলে এর একটা ভাল সমাধান পাবো বলতে পারলে খুশ হবো।
দয়া করে আমার মেইলে islamrobi525585@gmail.com মেইলে অথবা ০১৮২০৫২৫৫৮৫ নাজালে চির কৃতঞ্জ থাকবো।