September 21, 2010

সিগমা এসডি-১ ক্যামেরায় কোনধরনের ভিডিও ব্যবস্থা নেই

এসএলআর ক্যামেরায় ভিডিও করুন বা নাই করুন, তাতে ভিডিও করা যায়না শুনলে নিশ্চয়ই সেখান থেকে সরে যাবেন। সেক্ষেত্রে সিগমার বাজারে আসতে যাওয়া এসডি-১ ক্যামেরা আপনার জন্য না। যারা সত্যিকারের ষ্টিল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য।
ওয়েদারপ্রুফ ম্যাগনেশিয়ামের তৈরী ক্যামেরার ভেতরে রয়েছে ১৫.৩ মেগাপিক্সেল ২৪মিমি-১৬মিমি এক্স৩ সিমোস সেন্সর। এক্স৩ সেন্সর হচ্ছে রেড-গ্রীন-ব্লু  তিনরঙের আলোর জন্য তিনটি সেন্সরকে লেয়ারের মত ব্যবহার করা। এছাড়া রয়েছে ডুয়াল ট্রু-২ ইমেজ প্রসেসর। ১১ পয়েন্ট অটোফোকাস।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৪৬০,০০০ ডট ৩ ইঞ্চি ডিসপ্লে, কম্প্যাক্ট ফ্লাশ কার্ড কম্পাটিবিলিটি। ঝড়-বৃষ্টিতে ক্যামেরার ক্ষতি হবে না। আর যেমনটি আগেই বলা হয়েছে, এতে লাইভ ভিউ বা ভিডিও করার অপশন নেই।
আগামী ফেব্রুয়ারীতে এটা বাজারে পাওয়া যাবে।

1 comment:

  1. ভাই আমার একটা সিগমা এস ডি নাইন৯ এসএল ক্যামেরা আছে:.কিছুদিন যাবত সমস্যা করছে
    কোথায় নিয়ে গেলে এর একটা ভাল সমাধান পাবো বলতে পারলে খুশ হবো।
    দয়া করে আমার মেইলে islamrobi525585@gmail.com মেইলে অথবা ০১৮২০৫২৫৫৮৫ নাজালে চির কৃতঞ্জ থাকবো।

    ReplyDelete