September 21, 2010

এইচপি-র অল-ইন-ওয়ান পিসি HP TouchSmart 310 and Omni100 all-in-one PC

এইচপি টাচস্মার্ট ৩১০ এবং অমনি১০০ নামে দুটি অল-ইন-ওয়ান পিসির ঘোষনা দিয়েছে। টাচস্মার্ট ৩১০ কম্পিউটারে রয়েছে ২.৮ গিগাহার্টজ এথলন ২, ২৪০ই ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, রেডঅন এইচডি ৪২৭০ গ্রাফিক্স, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, সরাসরি ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা এবং বিল্টইন হাইডেফিনিশন টিভি টিউনার।
অমনি১০০ মডেলেও ২০ ইঞ্চি ডিসপ্লে তবে এটা টাচস্ক্রিন ছাড়া। এতে ১.৮ গিগাহার্টজ এথলন ২ ২৬০ইউ প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, রেডঅন ৪২৭০ গ্রাফিক্স রয়েছে।
এদের দাম যথাক্রমে ৬৯৯ এবং ৪৯৯ ডলার।

No comments:

Post a Comment