মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময়ই দুর্বল সিগন্যালের সমস্যার পরতে হয়। এটিএন্ডটি-র জন্য অভিযোগ একটু বেশিই। তারওপর যদি আমেরিকার মত বিশাল দেশে কয়েকশ মাইল ভ্রমন করতে হয় তাহলে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে সরাসরি স্যাটেলাইট ব্যবহারযোগ্য হ্যান্ডসেট আনতে যাচ্ছে এটিএন্ডটি। বলা হচ্ছে যারা মাছ ধরতে বা বেড়াতে গভীর সমুদ্রে যান, গভীর বনে কিংবা মরুভুমিতে যান সবাই মোবাইল ফোনের আওতায় আসবেন এর মাধ্যমে।
নতুন এই ফোনের নাম TerreStar Genus । শুরুতে বিশেষ পেশাজীবীদের কাছে বিক্রি করা হবে এই ফোন। সেটের দাম ৭৯৯ ডলার। জেনাস শুধুমাত্র স্যাটেলাইট যোগাযোগই করবে না, পুরোপুরি মোবাইল ফোনের সব কাজ করবে। এর অপারেটিং সিষ্টেম উইন্ডোজ মোবাইল ৬.৫, ব্লাকবেরির মত পুরো কিবোর্ড রয়েছে। অন্যান্যা স্যাটেলাইট ফোনের বিশাল আকৃতি কিংবা লম্বা এন্টেনা নেই এতে।
অবশ্য একথাও ঠিক, সরাসরি স্যাটেলাইটের সাথে যোগাযোগের জন্য ফাকা যায়গা প্রয়োজন হবে। গাছপালা, বাড়িঘর ইত্যাদি থেকে দুরে মুক্ত অবস্থায় ব্যবহার করতে হবে এই ফোন।
No comments:
Post a Comment