September 19, 2010

প্যানাসনিক জিএইচ২ মডেলে ১৬ মেগাপিক্সেল, ফুল হাই ডেফিনিশন Panasonic GH2 with 16 megapixel and 1080/60p video

প্যানাসনিকের অত্যন্ত জনপ্রিয় মাইক্রো ফোর থার্ড সেন্সরের ক্যামেরা জিএইচ১ এর পরবর্তী মডেল জিএইচ২ আসতে যাচ্ছে ফটোকিনায়। জানা গেছে এতে ১২ মেগাপিক্সেল সেন্সরের যায়গায় আনা হচ্ছে ১৬ মেগাপিক্সেল, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যোগ হচ্ছে ১০৮০পি ফুল হাই ডেফিনিশন। সাথে কিটলেন্স হিসেবে থাকবে শক্তিশালি ১৪-১৪০ মিমি লেন্স।
অন্যান্যদের মধ্যে আইএসও বাড়িয়ে করা হচ্ছে ১২,৮০০, অটোফোকাস কাজ করবে আগের চেয়ে দ্রুত, বার্ষ্ট মোডে ৫ ফ্রেম/সে রেকর্ড করা যাবে।
এসপ্তাহেই শুরু হচ্ছে ফটোগ্রাফি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় মেলা ফটোকিনা।

আপডেট
ক্যামেরাটির আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। এতে ১৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ব্যবহার করা হয়েছে একেবারে নতুন ভেনাস ইঞ্জিন এফএইচডি ইমেজ প্রসেসর। বলা হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে দ্রুত অটোফোকাসে সক্ষম ক্যামেরা।
এতে থ্রিডি লেন্স ব্যবহার করে থ্রিডি ভিডিও করা যাবে কিংবা ছবি উঠানো যাবে। লেন্সবাদে ক্যামেরার দাম ৯০০ ডলার। এবছর শেষদিকে বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment