বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারকারীর দেশ চীনে আইফোন বিক্রি শুরু হয়েছে। বেইজিং এবং সাংহাই এ নতুন দুটি দোকানের মাধ্যমে বিক্রি শুরু হলে সেখানে বিপুল পরিমান ক্রেতা ভীড় জমান। কেউ কেউ আগের দিন ভোর ৫টার সময় এসে লাইনে দাড়িয়েছেন। কাউকে কাউকে আইফোন হাতে পেতে লাইনে অপেক্ষা করতে হয়েছে ৬০ ঘন্টা।
নতুন দুটি দোকান চালু করায় চীনে এপলের মোট দোকানের সংখ্যা এখন চার। আগামীতে এই সংখ্যা ২৫ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া চীনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর চায়না ইউনিকম ২ বছরের কন্ট্রাক্ট সহ তাদের আউটলেট থেকে বিক্রি করছে।
উল্লেখ করা যেতে পারে আইফোনের আগের ভার্শন চীনে বিক্রি শুরু হয়েছে গতবছর অক্টোবরে, আমেরিকার বাজারে আসার ২ বছর পর।
চীনে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪২ কোটি, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি। অন্যদিকে আমেরিকার জনসংখ্যা ৩০ কোটি।
No comments:
Post a Comment