এলকম সফট বহুদিন ধরেই ওয়াই-ফাই হ্যাক করার সফটঅয়্যার বিক্রি করছে। এই কাজকে আরো সহজ করে নতুন সফটঅয়্যার ছেড়েছে তারা। অয়্যারলেস সিকিউরিটি অডিটর নামের ওয়ান টাচ ওয়াইফাই ক্রাকিং সিষ্টেম ব্যবহার করে ল্যাপটপ কম্পিউটার থেকে অয়্যারলেস নেটওয়ার্ক খোজা, ডাটা গ্রহন করা, পাশওয়ার্ড ভাঙা সব কাজই করা যাবে।
তাদের বক্তব্য, অভিজ্ঞতা ছাড়াই করপোরেট সিকিউরিটি অফিসার এটা ব্যবহার করতে পারবেন। একথা বলার অপেক্ষা রাখে না যে যোগ্যতা ছাড়া কেউ এধরনের সিকিউরিটি অফিসার হয়না। হ্যাকাররা বরং এটা ব্যবহারের সুযোগ পেয়ে খুশি হবে।
সফটঅয়্যারটির ষ্ট্যান্ডার্ড এডিসনের দাম ৩৯৯ ডলার, প্রো ভার্শনের দাম ১,১৯৯ ডলার।
No comments:
Post a Comment