বিনামুল্যের অফিস সফটঅয়্যার নির্মাতা OpenOffice.org ওরাকলের সাথে সম্পর্কচ্ছেদ করেছে। এরফলে নামেরও পরিবর্তন ঘটতে পারে। বলা হচ্ছে ওপেনঅফিসের নতুন নাম হতে পারে LibreOffice। তাদের নতুন সংস্থার নাম জানানো হয়েছে দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন হিসেবে।
এক দশক ধরে সান মাইক্রোসিষ্টেমসের সাথে থেকে বিস্তৃতিলাভ করেছে। বর্তমানেতারা বলছে তারা সফটঅয়্যারকে আরো প্রতিযোগিতামুলক করতে এবং ব্যবহারকারী-প্রোগ্রামার সম্পর্ক সহজ করতে আগ্রহী। এতে এটাই ধরে নেয়া যায় বর্তমান ওরাকলের অধীনে তারা সন্তুষ্ট না। সান কিনে নেবার সময় ওপেনঅফিসের মালিকানাও ওরাকলের হাতে আসে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সকলেই। সকলেই বলছেন এরফলে ওপেনসোর্স সফটঅয়্যারে বড় ধরনের পরিবর্তন আসবে। রেডহ্যাট তাদের সমর্থনের কথা জানিয়েছে। গুগলের ওপেনসোর্স প্রোগ্রাম ম্যানেজার ক্রিস ডিবোনা একে মহত উদ্দ্যোগ বলে বর্ননা করেছেন।
উল্লেখ্য, ওপেন অফিস মাইক্রোসফট অফিসের মত একটি অফিস সফটঅয়্যার প্যাকেজ যা বিনামুল্যে ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment