জনপ্রিয় সিডি-ডিভিডি বার্নিং সফটঅয়্যার নিরো তাদের মাল্টিমিডিয়া স্যুইট ১০ প্লাটিনাম এইচডি এবং ভিডিও প্রিমিয়াম এইচডি নামে দুটি নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে। এর মাধ্যমে ভিডিও এডিটিং এর সব কাজ করা ছাড়াও ব্লুরে তৈরী করা যাবে এবং মিউজিক, ইমেজ এবং ভিডিওকে মোবাইলফোন সহ অন্যান্য পোর্টেবল মাল্টিমিডিয়া ডিভাইসে ট্রান্সফার করা যাবে।
এছাড়া ভিডিও এডিটিং কাজে ব্যবহারের জন্য নিরো ক্রিয়েটিভ কালেকশন প্যাক ১ নামে ফিচার যোগ করা হয়েছে। এখান থেকে ভিডিওর জন্য থিম, উন্নতমানের ট্রানজিশন ইফেক্ট, পিকচার টু পিকচার ইত্যাদি ব্যবহার করা যাবে।
সফটঅয়্যারটি পাওয়া যাবে ১৪ অক্টোবর থেকে। নিরো মাল্টিমিডিয়া স্যুইট ১০ প্লাটিনাম এইচডির দাম ১৩০ ডলার এবং নিরো ভিডিও প্রিমিয়াম এইচডি এর দাম ৭০ ডলার।
No comments:
Post a Comment