আপনার কি হোম থিয়েটার সিষ্টেম প্রয়োজন আছে ? মিডিয়া প্লেয়ার, ভাল একটি সাউন্ড সিষ্টেম, বড় একটা টিভি কিংবা প্রোজেক্টর/স্ক্রিন। মিডিয়া প্লেয়ারের যায়গায় নোকিয়ার এন-৮ কে ধরে নিতে পারেন। এতে এইচডিএমআই এর মাধ্যমে পাওয়া যাবে ফুল এইচডির সাথে রয়েছে ৫.১ চ্যানেল ডলবি ডিজিটাল প্লাস। এটাও যদি যথেষ্ট না হয়, তাহলে আপনার জন্য আরো বড় স্ক্রীন। নোকিয়া এটা পরীক্ষা করেছে ১,৪২৮ বর্গমিটার স্ক্রিনে।
সুইডেনের রোসেনগার্ড শহরে বিশ্বের সবচেয়ে বড় এই স্ক্রিন বসানো হয়। দুপাশে দুটি ক্রেন একে ধরে রাখে। পর্দার মাপ ৫১ – ২৮ মিটার। ৪টি প্রজেক্টর ব্যবহার করা হয় এতে ছবি পাঠানোর জন্য আর উৎস হিসেবে ব্যবহার করা হয় নোকিয়া এন৮।
যে বিশাল প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে তার প্রতিটির ওজন ১৮০ কেজি, ৮,০০০ ওয়াট ক্ষমতার এবং রেজ্যুলুশন ২০৪৮-১০৮০। এতে প্রিন্স অব পার্শিয়া দেখানো হয়। দেখার জন্য ভীড় জমিয়েছিল ১৫০০ দর্শক।
এর আগের সবচেয়ে বড় পর্দার রেকর্ড ছিল ৭৩.১ – ১৮.৩ মিটার, ১,৩৩৮ বর্গমিটার।
নোকিয়া এন৮ এর আরো খবর হচ্ছে যারা প্রি-অর্ডার দিয়েছিলেন তাদের হাতে পৌছুতে শুরু করেছে। এর মাধ্যমে সিমবিয়ান ৩ এর যাত্রা শুরু হল।
No comments:
Post a Comment