ইন্টারনেট ব্যবহার করে কিভাবে কাজ পাওয়া যায় কিংবা কি কি কাজ করা যায় সে সম্পর্কে অনেকগুলি পোষ্ট লেখা হয়েছে। একটি বিষয়ে অনেকেই সমস্যায় পরেন, টাকা কিভাবে হাতে পাবেন। মাষ্টারকার্ড ব্যবহার করা কঠিন, পে-পল বাংলাদেশে ব্যবহার করা যায় না। পে-পলের মত আরেকটি ব্যবস্থা মানিবুকারস ব্যবহার করা যেতে পারে এজন্য।
পে-পলের সাথে মানিবুকারসের প্রধান পার্থক্য অবশ্যই বাংলাদেশ সহ অধিকাংশ দেশে ব্যবহার করা যায়। পে-পলের মত তারাও শুধুমাত্র ইমেইল এড্রেস ব্যবহার করে। সাধারন একটি ব্যাংক একাউন্ট থাকলেই টাকা উঠানো যায়।
এজন্য যা করতে হয়, তাদের ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলুন। বিনা খরচেই সেটা করা যায়।
টাকা উঠানোর সময় যার কাজ করবেন সেখান থেকে তাদের নিয়ম অনুযায়ী উইথড্র করুন। মানিবুকারস আপনার ইমেইলে একটি কোড পাঠাবে। কোডটি নিয়ে ব্যাংকে যোগাযোগ করুন। বিষয়টি এটুকুই।
এতে কিছু সময় লাগতে পারে। শুধুমাত্র ইমেইল এড্রেস ব্যবহার করে মাসে ২ হাজার ডলার পর্যন্ত উঠানো যায়। নির্দিষ্ট ঠিকানা ব্যবহার করে এই পরিমান আরো বাড়ানো যায়।
এদের সার্ভিস চার্জও সামান্য। তাদের ওয়েবসাইট থেকে বিস্তারিত নিয়মগুলি জেনে নিন।
No comments:
Post a Comment