গেম খেলা ক্ষতিকর না উপকারী এনিয়ে মতভেদ রয়েছে শুরু থেকেই। ব্রেইন গেম নামে বুদ্ধি ব্যবহার করে খেলতে হয় এমন গেম চিন্তাশক্তি বাড়ায় একথাই বলা হয়। আবার বিপরীতভাবে মারামারি-গোলাগুলি মানুষকে সহিংস মনোভাবাপন্ন করে এর বাস্তব উদাহরন রয়েছে। কেউ কেউ ভিডিও গেমে এতটাই নেশাগ্রস্থ হয়ে পড়ে যে অভিভাবকরা সাধারনভাবেই গেমের বিরুদ্ধে অবস্থান নেন। কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষনা তাদের মত দিয়েছে গেমের পক্ষে।
এই গবেষনায় পুরো তথ্য না দিয়ে কোন সমস্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। দেখা গেছে যারা গেম খেলে তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যারা ভিডিও গেম খেলে না তারা বরাবরই পিছিয়ে পড়েছে তাদের তুলনায়।
বিষয়টি সম্ভবত ঠিক। দ্রুতগতির গেম খেলার সময় দ্রুতই সিদ্ধান্ত নিতে হয় কে শত্রু, কে মিত্র। এভাবে ছোট ছোট সিদ্ধান্ত হয়ত একসময় বড় সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।
এরপর, দিনে কতঘন্টা গেম খেলাম পক্ষে মত দেবেন সে দায়িত্ব আপনার।
No comments:
Post a Comment