নতুন দুটি সাধারন মানের ক্যামেরার ঘোষনা দিয়েছে লেইকা। এদের মধ্যে রয়েছে ভি-লাক্স ২ নামের সুপারজুম ক্যামেরা। মুলত যারা ভ্রমন করেন এবং প্রকৃতির ছবি উঠাতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরা। এতে রয়েছে ২৪এক্স জুম (২৫-৬০০ মিমি) লেন্স, ১৪ মেগাপিক্সেল সেন্সর, ৩ ইঞ্চি রোটেটিং ডিসপ্লে এবং ১০৮০আই এভিসিএইচডি ফুল এইচডি ভিডিও রেকর্ডের ব্যবস্থা। এরসাথে এডবি ফটোশপ এবং প্রিমিয়ার এলিমেন্টস ৮ দেয়া হবে।
অক্টোবর থেকেই এটা বাজারে পাওয়া যাবে। দাম ৬৭৫ পাউন্ড।
ডি-লাক্স ৫ উচু মানের কম্প্যাক্ট ক্যামেরা। এতে রয়েছে দ্রুতগতির অটোফোকাসের ২৪-৯০মিমি এফ/২ ৩.৩. লেন্স, ১/১.৬৩ইঞ্চি এবং ৭২০পি ভিডিও রেকর্ডিং সুবিধে। মুলত এলসিডিভিত্তিক হলেও অপশনাল ইলেকট্রনিক ভিউফাইন্ডার ব্যবহারের সুযোগ রয়েছে।
এছাড়া লেইকা এম-৯ টাইটানিয়াম নামে বিশেষ একটি ক্যামেরা ভার্শন বিক্রি করতে যাচ্ছে। ভক্সওয়াগন গ্রুপের চিফ ডিজাইনারের সহযোগিতায় তৈরী এই বিশেষ ভার্শনের ক্যামেরা মাত্র ৫০০টি তৈরী করা হবে। এর বাইরের অংশ পুরোটাই টাইটানিয়ামে তৈরী। দাম ১৯,৮০০ পাউন্ড।
No comments:
Post a Comment