September 27, 2010

একেভিস রিটাচার ৪.৫ Akvis Retoucher 4.5

একেভিস নষ্ট ছবি ঠিক করার সফটঅয়্যার রিটাচার এর নতুন ভার্শন ৪.৫ রিলিজ দিয়েছে। নতুন ফিচার হিসেবে এতে ষ্ট্যাম্প ব্যবহার করে ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল মিরর ক্লোন করা যাবে। এছাড়া ছবির নানাধরনের দাগ দুর করার ব্যবস্থা তো রয়েছেই।
ছবির কোন অংশ নষ্ট হয়ে গেলে পাশের যায়গা থেকে হিসেব করে তা পুরন করবে এই সফটঅয়্যার। এভাবে কোন অংশ ছিড়ে যাওয়া ছবিও মেরামত করা যাবে। ছবি থেকে কিছু বাদ দেয়ার কাজও করা যাবে এর মাধ্যমে।
ষ্ট্যান্ডএলোন হিসেবে ছাড়াও ফটোশপের নতুন ভার্শনের সাথে ব্যবহার করা যাবে এটা প্লাগইন হিসেবে। উইন্ডোজ এবং ম্যাক দু অপারেটিং সিষ্টেমেই কাজ করবে।
সফটঅয়্যারের দাম ৮৭ ডলার। রেজিষ্টার্ড ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। আর কাজ করার মত ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।
http://akvis.com/en/retoucher/index.php

No comments:

Post a Comment