মাইনক্স পিএক্সথ্রিডি ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে এতে থ্রিডি ছবি পাওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন নেই। একেবারে নতুন ধরনের প্রযুক্তির এই ক্যামেরায় ৪টি লেন্স ব্যবহার করা হয়েছে, ৪টি ক্যামেরা মডিউল একসাথে ৪টি ছবি উঠায়। ফল হিসেবে পাওয়া যায় অসামান্য বাস্তবধর্মী ছবি।
ছবি উঠানোর পর আপনি ঠিক করতে পারেন সেটা কোথায় ব্যবহার করবেন। তাদের নিজস্ব সফটঅয়্যার ব্যবহার করে, অথবা ৪টি ৫ মেগাপিক্সেল জেপেগ ইমেজ হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। যেভাবেই ব্যবহার করুন না কেন, থ্রিডি দেখার জন্য চশমা বা অন্য কিছু প্রয়োজন হবে না।
বর্তমানে হয়ত একে অদ্ভুত বলেই মনে হচ্ছে, ভবিষ্যতের মানুষের কাছে এটাই স্বাভাবিক মনে হবে। এই ক্যামেরা বাজারে আসবে আগামী বছর। দাম ৫০০ ইউরোর মত হবে বলে জানিয়েছে জার্মান নির্মাতা।
No comments:
Post a Comment