আপনি হয়ত আপনার চুল নিজেই ধুয়ে নিতে পারেন, নিতান্তই শখ হলে দোকানেও যেতে পারেন। জাপানের ক্রমবর্ধমান বয়স্কদের জন্য এটাই সমস্যা। সেকারনেই প্যানাসনিক তৈরী করেছে রোবট যা যত্ন নিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে পরিস্কার করে দেবে। এর সাথেই রয়েছে চেয়ার এবং বেসিন।
রোবটের রয়েছে ১৬টি আঙুল। প্যানাসনিকের বক্তব্য অনুযায়ী প্রথমে ব্যক্তির মাথার থ্রিডি স্ক্যান করা হয়। প্রত্যেকের জন্য পৃথকভাবে মাথার সঠিক আকৃতি জানা হয় যেন কোথায় কতটুকু চাপ দেয়া যাবে সেটা জানা যায়। যেখাতে যতটুকু চাপ দিলে সবথেকে ভাল কাজ হবে সেভাবে ম্যাসাজ করা হবে এই ব্যবস্থায়।
হেয়ারবট টোকিওর ইন্টারন্যাশনাল হোম কেয়ার এন্ড রিহ্যাবিটেশন এক্সিবিশনে দেখানো হচ্ছে এর দাম এবং প্রাপ্যতা এখনও জানানো হয়নি।
No comments:
Post a Comment