বিনামুল্যে কি কিছু পাওয়া যায় ?
যায়। সফটঅয়্যার নির্মাতা আসামপু তাদের ৫টি সফটঅয়্যার বিনামুল্যে ডাউনলোডের সুযোগ দিয়েছে। সবগুলি ফুল ভার্শন, সাধারনভাবে এগুলি বিক্রি করা হয়। এরমধ্যে রয়ে সিডি-ডিভিডি-ব্লুরে বার্নিং সফটঅয়্যার বার্নিং ষ্টুডিও ২০১০, থ্রিডি হোম প্লানিং সফটঅয়্যার হোম ডিজাইনার, ফটো এবং ভিডিও ম্যানেজমেন্ট সফটঅয়্যার ফটো কমান্ডার ৭, স্ক্রীন এবং ভিডিও ক্যাপচার সফটঅয়্যার স্নাপ ৩ এবং উইন্ডোজের ইউটিলিটি উইঅপটিমাইজার ৬।
তারা সফটঅয়্যারগুলি কেন দিচ্ছে ?
নিশ্চয়ই কোম্পানী হিসেবে নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য। তাছাড়া এদের মধ্যে অন্তত ৩টি সবশেষ ভার্শন না। ফটো কমান্ডার ৮, স্নাপ ৪ ইত্যাদি তাদের শেষ ভার্শন।
যাই হোক, বিনামুল্যে পেলে ব্যবহার করতে ক্ষতি কি।
তাদের ওয়েবসাইটে যান, কুপন কোড দিন (ASH-444LW1), আর ডাউনলোড করুন।
No comments:
Post a Comment