May 23, 2012

মাইক্রোসফটের সোস্যাল নেটওয়ার্ক So.cl


so.cl নামে (উচ্চারন সোস্যাল) নামে পরীক্ষামুলক একটি সোস্যাল নেটওয়ার্ক চালু করেছে মাইক্রোসফট। ওয়াশিংটন উইনিভার্সিটি, সিরাকস ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এর অনেকগুলি পরীক্ষা করা হয়েছে গত ডিসেম্বরে। তবে একে ফেসবুকের প্রতিদ্বন্দি ধরনের কিছু বলে দাবী করা হয়নি।
মুলত ছাত্রদের ব্যবহারের লক্ষে এই তৈরী। এছাড়া তরুনরা খুব দ্রুত এবং সহজে তথ্য বিনিময় করতে পারবেন। মাইক্রোসফটের ব্লগে বলা হয়েছে এর মাধ্যমে খুব সহজে ছবি, ভিডিও, টেক্সট ইত্যাদি শেয়ার করা যাবে। একই ধরনের বিষয়ে আগ্রহিরা পছন্দের বিষয় খুজে পাবেন দ্রুত।
বাস্তবে এটা কি হতে যাচ্ছে এখনই ধারনা করা কঠিন। ফেসবুক বা উইন্ডোজ লাইভ একাউন্ট াকলে নিজেই ব্যবহার করে ধারনা পেতে পারেন।

No comments:

Post a Comment