May 22, 2012

ব্রাউজারের নেতৃত্বে ক্রোম


মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে ব্যবহারের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে গুগলের ক্রোম। ষ্ট্যাটকাউন্টার তাদের মে মাসের হিসেব থেকে দেখিয়েছে যে ক্রোমের ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহারকারীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এর আগে মার্চে ১৮ তারিখে অল্প কয়েকদিনের জন্য ক্রোম শীর্ষস্থান দখল করেছিল।
ক্রোমের উঠে আসার পেছনে সবচেয়ে বড় ভুমিকা ইন্টারনেটের এক্সপ্লোরের পিছিয়ে পড়া। সাথে ফায়ারফক্সও কিছুটা পিছিয়ে পড়েছে। সাফারী এবং অপেরা আগের মতই চতুর্থ এবং পঞরচম স্থান দখল করে রেখেছে।
স্ঠানকাউন্টার অবশ্য ব্যবহারকারীর সংখ্যা উল্লেখ করেনি। বরং কতবার ব্যবহার করা হয়েছে সেটাই বিবেচনায় আনা হয়েছে। কাজেই একে বেশি সময় ব্যবহার বলা যেতে পারে। ব্যবহারকারীর সংখ্যা বেশি এমনটা নাও হতে পারে।

No comments:

Post a Comment