May 27, 2012

সবচেয়ে ছোট এন্ড্রয়েড স্মার্টফোন Samsung Galaxy Pocket


বড় এবং মধ্যম মানের সেটের বাজার আগেই দখল করেছে স্যামসাং। এবারে সবচেয়ে ছোট আকারের ফোন এনে সেদিকটাও নিজেদের দখলে আনছে। তাদের গ্যালাক্সি পকেট এন্ড্রয়েড ভিত্তিক সেটগুলির মধ্যে সবচেয়ে ছোট।
আকারে ছোট করার সাথেসাথে সবকিছুই কমানো হয়েছে। ৮৩২ মেগাহার্টজ প্রসেসর, ২.৮ ইঞ্চি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি রয়েছে এতে। প্লাষ্টিকের তৈরী সেটটিও খুব আকর্ষনীয় মনে হবে না। তবে দামও এতটাই কম যারসাথে অন্যদের প্রতিদ্বন্দিতা করা কঠিন। দাম দেড়শ ডলারের কিছু বেশি।
ব্যবহারের দিক থেকে অবশ্য পিছিনে নেই কারো থেকে। থ্রিজি, ওয়াইফাই, জিপিএস, মাইক্রোএসডি, এফএম রেডিও সবকিছুই আছে।

No comments:

Post a Comment