May 13, 2012

আসছে NVIDIA GeForce GTX 670


প্রধান দুই গ্রাফিক কার্ড নির্মতা এএমডি এবং এনভিডিয়ার প্রতিযোগিতা নতুন কিছু না। একসময় একজন এগিয়ে গেলে আরেকসময় আরেকজন। বর্তমানে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালি সিংগল জিপিইউ গ্রাফিক্স কার্ড জিটিএক্স ৬৮০। তারথেকে ১০০ ডলার কম দামে নতুন আরেকটি আনছে তারা জিটিএক্স ৬৭০ নামে।
নিশ্চিতভাবেই এটা আনা হচ্ছে এএমডি রেডঅন এইচডি ৭৯৫০ এর বিপরীতে। জিটিএক্স ৬৭০ কার্ডে জিটিএক্স এর একই জিকে১০৪ জিপিইউ ব্যবহার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে ক্লক স্পিড কিছুটা কমানো হবে এবং অন্যান্য ফিচারে কিছুটা পিছিয়ে থাকবে। 
বাজারে আসতে যাওয়া নতুন এই কার্ডের কিছু বেঞ্চমার্ক দেখিয়েছে আনন্দটেক। তাদের তথ্য থেকে মনে হবে এটা দামের হিসেবে ৭০৫০ এর মত কিন্তু কাজের হিসেবে আরো উচু মানের ৭৯৭০ এর সাথে তুলনীয়। অবশ্য সাথে এটাও উল্লেখ করা হয়েছে যে তাদের আরো দামী ৬৮০ থেকে বেশ পিছিয়ে।
ধারনা করা হচ্ছে এর দাম হবে ২৫০ থেকে ৩৫০ ডলারের মধ্যে। দ্রুতই এটা বাজারে বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment