May 14, 2012

ট্যাক্স এড়াতে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করলেন ফেসবুক প্রতিস্ঠাতা


সারা বিশ্বের মানুষের কাছে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সবচেয়ে আকাঙ্খার একটি বিষয়। ৩০ বছর বয়সি ফেসবুকের সহ-প্রতিস্ঠাতা এডুয়ারডো সেভেরিন বিষয়কে সেভাবে দেখছেন না। তারকাছে আমেরিকার নাগরিকত্বের চেয়ে নিজের অর্থ বাচানো বেশি গুরুত্বপুর্ন। ফেসবুক শেয়ার বাজারে আসার আগে নিজের টাকা বাচাতে তিনি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছেন।
তার জন্ম ব্রাজিলে। ১৯৯২ সালে আমেরিকায় আসার পর ১৯৯৮ সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। তিনি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে সিংগাপুরের নাগরিক হয়েছেন। এরফলে বড় ধরনের ট্যাক দেয়া থেকে রক্ষা পাবেন তিনি। ফেসবুকে তার শেয়ারের পরিমান ৪ শতাংশ, আনুমানিক মুল্য ৩০০ থেকে ৪০০ কোটি ডলার।
অবশ্য একেবারে বিনামুল্যে এটা সম্ভব হয়নি। এজন্য এক্সিট ট্যাক্স নামে টাকা দিতে হয়েছে। তারপরও তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
বিষয়টি আমেরিকায় স্বাভাবিক ঘটনায় পরিনত হচ্ছে। গতবছর প্রায় ২ হাজার ব্যক্তি তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাদের বক্তব্য আমেরিকায় ট্যাক্সের পরিমান খুব বেশি।

No comments:

Post a Comment