November 16, 2010

১০ দিনে ১০ লক্ষ মাইক্রোসফট কাইনেক্ট বিক্রি

মাইক্রোসফট তাদের ভিডিও গেম কনসোল এক্সবক্স ৩৬০ এর জন্য জেশ্চার কন্ট্রোল ডিভাইস কাইনেক্ট বিক্রি শুরু করার পর প্রথম ১০ দিনে বিক্রি হয়েছে ১০ লক্ষ। এই হারে বিক্রি হলে এবছরই ৫০ লক্ষ বিক্রি হবে।
ছুটির সময় বলে পরিচিত সময়ের জন্য এটা শুভ সুচনা বলে উল্লেখ করেছেন মাইক্রোসফটের ইন্টারএকটিভ এন্টারটেইনমেন্ট বিজনেস বিভাগের প্রধান ডন ম্যাট্রিক। কাইনেক্টে থ্রিডি ক্যামেরা ব্যবহার করে মানুষের অঙ্গঅঙ্গি রেকর্ড করার ব্যবস্থা হয়েছে। ফলে গেম খেলার সময় খেলোয়ার হাতপা নেড়ে এবং কথা বলে খেলা নিয়ন্ত্রন করতে পারে। হাত দিয়ে কিবোর্ড, মাউস বা অন্য গেম কন্ট্রোলার ব্যবহার করা প্রয়োজন হয় না।
কাইনেক্টের দাম ১৫০ ডলার। ৪ গিগাবাইট এক্সবক্স ৩৬০ এর দাম ৩০০ ডলার। এ পর্যন্ত সাড়ে ৪ কোটির বেশি এক্সবক্স ৩৬০ বিক্রি হয়েছে।
নভেম্বরের ৪ তারিখে আমেরিকায় কাইনেক্ট বিক্রি শুরু হয়। ইউরোপে বিক্রি শুরু হয়েছে গত সপ্তাহে এবং এসপ্তাহের শেষদিকে এশিয়ায় বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment