November 17, 2010

ডিস্ক ডক্টর ফটো রিকভারী সফটঅয়্যারের নতুন ভার্শন

মেমোরী কার্ড থেকে মুছে যাওয়া ছবি পুনরুদ্ধারের জনপ্রিয় ফটোগ্রাফি রিকভারী সফটঅয়্যার এর নতুন ভার্শন ছাড়া হয়েছে। বলা হচ্ছে এই ভার্শন আগের থেকে অনেক বেশি কার্যকর। নষ্ট হয়ে যাওয়া ছবি, ভিডিও, মিউজিক ইত্যাদি নিখুতভাবে ফিরিয়ে আনতে সক্ষম।
ডিস্ক ডক্টর ফটো রিকভারী ২.০ নামের এই সফটঅয়্যারে নতুন অনেকগুলি ফাইল ফরম্যাট যোগ করা হয়েছে। কাজ করবে আগের থেকে অর্ধেক সময়ে। র-ফরম্যাটের ফাইল একেবারে নষ্ট হলে সেখান থেকে জেপেগ ছবি বের করে আনতে পারবে।
অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে রিকভার করার পর ১০০০ এর বেশি ফাইল ফ্যাট১৬/ফ্যাট৩২ ড্রাইভে কপি করা, ব্যাড সেক্টর থাকলে ইমেজ ডিস্ক তৈরী করা, উইন্ডোজ ৭ এবং ৬৪ বিট সাপোর্ট।
উইন্ডোজ ভার্শন এই সফটঅয়্যারের দাম ৪৯ ডলার।

No comments:

Post a Comment