November 18, 2010

ফেসবুকের মেসেজিং ব্যবস্থা ঝুকিপুর্ন

সম্প্রতি চালু হওয়া ইমেইলের বিকল্প ফেসবুকের মেসেজিং ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুকিপুর্ন। খুব সহজে এর সাহায্যে কারো পরিচয় বের করা সম্ভব, জানিয়েছে কম্পিউটার নিরাপত্তা সংস্থা সোফোস। তারা জানিয়েছে এতে নিজের নাম লেখানোর আগে ব্যবহারহারী যেন এ সম্পর্কে সজাগ থাকেন।
সোফোসের সিনিয়ন টেকনোলজি কনসালটেন্ট গ্রাহাম ক্লুলি বলছেন, নতুন ব্যবস্থায় ফেসবুকে আক্রমনের ঘটনা বাড়বে। এখন ফেসবুকের পরিচিতি অনেক বেশি যায়গায় ব্যবহার হবে, ফলে অপরাধীরা খুব সহজে সেগুলি ব্যবহারের সুযোগ পাবে।
তাদের বক্তব্য, সাধারন ইমেইলের তুলনায় ফেসবুকের পরিচিতি বের করে সেখানে স্প্যাম পাঠানোর পরিমান বেশি। কারন ইমেইল ব্যবহারকারীর তুলনায় ফেসবুক ব্যবহারকারীরা সহজে সেগুলি খুলে দেখে। এছাড়া ব্যবহারকারীর সমস্ত তথ্য ফেসবুকে জমা থাকছে। সেগুলি কতটা নিরাপদ সেটা ভেবে দেখা উচিত।
সোফোস বলেছে ফেসবুকের উচিত আরো বেশি শতর্কতামুলক ব্যবস্থা নেয়া। আর ব্যবহারকারীদের জন্য তাদের পরামর্শ জটিল পাশওয়ার্ড ব্যবহার সহ অন্যান্য শতর্কতামুলক ব্যবস্থা নেয়া।
এদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন ৫০ কোটি ফেসবুক ব্যবহারীর ৩৫ কোটিই নতুন এই ব্যবস্থা ব্যবহার করছেন। দৈনিক পাঠানো মেসেজের সংখ্যা ৪০০ কোটি।

No comments:

Post a Comment