November 19, 2010

রিলিজের আগেই ইন্টারনেটে হ্যারি পটার

হ্যারি পটারের নির্মাতা ওয়ার্নার ব্রস জানিয়েছে তারা ইন্টারনেট হ্যারি পটার মুভির ৩৬ মিনিটের একটি ভিডিও সরানোর চেষ্টা করছে। ছবিটি এখনও রিলিজ দেয়া হয়নি। নির্মাতাদের আশা ছবিটি থেকে প্রথম ৩ দিনে তারা আমেরিকা এবং কানাডায় আয় করবে ১০ কোটি ডলার।
রিলিজের আগে হ্যারিপটারে এই ছবির ৩৬ মিনিটের একটি অংশ পার্ট-১ নামে ফাইল শেয়ারিং সাইটে ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। ওয়ার্নার ব্রসের বক্তব্য এটা চুরি এবং অবৈধ আপলোড। কপিরাইট আইনে এটা বড় ধরনের অপরাধ।
৬টি ছবির ধারাবাহিকের প্রথমটি ব্যবসা করেছিল ৫৪২ কোটি ডলারের। নতুন ছবি তারথেকেও ভাল করবে বলে প্রত্যাশা তাদের। অগ্রিম টিকিট বিক্রির সাইট মুভিটিকিট সাইটের হিসেবে এটা সর্বকালের বিক্রির তালিকায় ৩ নম্বরে।
উল্লেখ করা যেতে পারে এই সিরিজের নতুন পর্ব তৈরী হচ্ছে দুটি ভাগে ভাগ করে। দ্বিতীয় ভাগ থ্রিডিতে তৈরী করার কথা এবং তা রিলিজ হবে ২০১১ সালের জুলাইয়ে।

No comments:

Post a Comment