November 18, 2010

পপুলার সাইন্স সেরা নতুন পন্য পুরস্কার পেল নাইকন ডি৩এস

নাইকনের প্রফেশনাল ডিজিটাল এসএলআর ক্যামেরা ডি৩এস থেকে চোখ ধাধানো ছবি এবং ভিডিও পাওয়া যায় এটা স্বিকৃত। একে ২০১০ এর সেরা নতুন পন্য হিসেবে পুরস্কৃত করেছে পপুলার সাইন্স।  লক্ষের ঘরে আইএসও সেনসিটিভিটি ব্যবহার করেও কোনধরনের নয়েজ ছাড়া ছবি পাওয়া যায় এই ক্যামেরায়।
সাধারনভাবে এর আইএসও ২০০ থেকে ১২,৮০০, একে বাড়িয়ে ১,০২,৪০০ পর্যন্ত ব্যবহার করা যায়। ফলে একেবারে কম আলোতেও স্পষ্ট ছবি উঠানো সম্ভব হয়। এছাড়া সাধারনভাবে উন্নতমানের ছবির বিষয় তো রয়েছেই।
প্রতিবছর পপুলার সাইন্স হাজার হাজার পন্যের রিভিউ প্রকাশ করে। এর মধ্যে থেকে ১০০টি পন্যকে ১১টি ভাগে পুরস্কার দেয়া হয়। ডিসেম্বর সংখ্যা পপুলার সাইন্স পত্রিকায় বিস্তারিত প্রকাশ করা হবে।
১৮৭২ সাল থেকে প্রকাশিত পপুলার সাইন্স বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক পত্রিকা। এর প্রচার সংখ্যা ১৩ লক্ষ এবং পাঠক ৭১ লক্ষ।

No comments:

Post a Comment