September 9, 2010

পেনট্যাক্সের নতুন ক্যামেরা Pentax K-r, RZ-10 and RS1000

পেনট্যাক্স একাধিক নতুন ক্যামেরার ঘোষনা দিয়েছে। এরমধ্যে অপটিও আরজেড১০ মডেলের কমপ্যাক্ট ক্যামেরায় রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর, ১০এক্স অপটিক্যাল জুম (২৮-২৮০মিমি)। ম্যাক্রো মোডে এটা থেকে ১ সেমি দুরত্বে ছবি উঠানো যাবে। এছাড়া ৭২০ এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ২.৭ ইঞ্চি এলসিডি, অটো পিকচার মোড এবং ডুয়াল শেক রিডাকশান সিষ্টেম রয়েছে। ৫টি রঙে এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে অক্টেবর থেকে। দাম ১৮০ পাউন্ড।
অপটিও আরএস১০০০ কমপ্যাক্ট ক্যামেরাকে বিশেষভাবে কাষ্টমাইজ করার জন্য টেম্পলেট রয়েছে। এর ওপর ছবি বা ইলাষ্ট্রেশন প্রিন্ট করে ক্যামেরার গায়ে লাগানো যাবে। তাদের ওয়েবসাইট থেকেও পছন্দমত টেম্পলেট ডাউনলোড করে নেয়া যাবে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর, ৩ ইঞ্চি এলসিডি স্ক্রিন, অটো পিকচার মোড, ৭২০পি ভিডিও এবং নানাধরনের ডিজিটাল ফিল্টার।
সাদা অথবা কালো দুটি রঙে ক্যামেরাটি কেনা যাবে অক্টোবর থেকে। দাম ১২০ ডলার।
সবশেষে রয়েছে পেনট্যাক্স কে-আর নামে মিডরেঞ্জ ডিজিটাল এসএলআর। ১২.৪ মেগাপিক্সেল ষ্টেইনলেস ষ্টিল বডির ক্যামেরাটি আকারে ছোট এবং হাল্কা।  এতে ১১ পয়েন্ট অটোফোকাস, ৩ ইঞ্চি এলসিডি, শেক রিডাকশন ব্যবস্থা, ৭২০ পি ভিডিও রেকর্ডিং ইত্যাদি রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারী ছাড়াও এএ ব্যাটারী ব্যবহার করা যাবে এতে।
এই ক্যামেরাও বিক্রি শুরু হবে অক্টোবরে। ১৮-৫৫ লেন্স সহ এর দাম ৬০০ পাউন্ড এবং ৫০-২০০ লেন্সসহ ৭০০ পাউন্ড।

No comments:

Post a Comment