গুগল তাদের সার্চ প্রযুক্তিতে আরো গতি আনতে নতুন একটি টুল যোগ করেছে। এর নাম গুগল ইনস্ট্যান্ট। এরফলে সার্চ করার জন্য কিছু টাইপ করে এন্টার চাপতে হবে না, টাইপ করার সাথেসাথে সেই সম্পর্কিত তথ্য দেখা যাবে।
এবিষয়ের এক অনুষ্ঠানে গুগল জানিয়েছে তারা সার্চকে গতিশীল করতে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। তারই ফল হিসেবে এই তাতক্ষনিক ফল দেখানো সম্ভব হয়েছে। এই ব্যবস্থায় পাওয়া হেডলাইনগুলিকে বা ফলাফলকে অন্যযায়গায় ব্যবহার করা যাবে। ব্যবহারকারী এমনভাবে সময় নির্দিষ্ট করে দিতে পারেন যেখানে পুরো শব্দ টাইপ করার আগেই যেটুকু ফল পাওয়া গেছে সেখান থেকে পুনরায় বাছাই করা যাবে।
বিষয়টি কাজ করবে এভাবে, আপনি সার্চ করার জন্য প্রথম অক্ষর টাইপ করার সাথেসাথে সেই অক্ষর দিয়ে শুরু জনপ্রিয় সাইটগুলির নাম দেয়া যাবে। দ্বিতীয় অক্ষর টাইপ করার সাথেসাথে শুরুতে এই দুই অক্ষর থাকা শব্দের ওয়েবসাইটের নাম দেখা যাবে। সেই অটোকমপ্লিট ব্যবস্থা এবং সার্চ হিষ্টরিতো রয়েছেই।
গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি এবং ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ব্রাউজারে এই সবিধে পাওয়া যাবে। এরই মধ্যে আমেরিকায় এব ব্যবহার চালু হয়েছে। কয়েকদিনের মধ্যেই অন্যান্য যায়গার ব্যবহারকারীরাও এই সুবিধে পাবেন।

No comments:
Post a Comment