September 8, 2010

হামিংবার্ডের উন্নত সংস্করন ওরিয়ন, ডুয়াল কোর আরম প্রসেসর Samsung Orion dual-core ARM Cortex A9 CPU

অত্যন্ত জনপ্রিয় হামিংবার্ড প্রসেসরের পরবর্তী সংস্করন তৈরী করেছে স্যামসাং। ওরিয়ন নামের ১ গিগাহার্টজ প্রসেসর আরম কোর্টেক্স এ৯ ভিত্তিক প্রসেসর। এতে  ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও এনকোড/ডিকোডের জন্য উন্নতমানের গ্রাফিক্স প্রসেসর রয়েছে।
তাদের হামিংবার্ড প্রসেসর ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি এস, গ্যালাক্সি ট্যাব ছাড়াও আইফোন ৪ এবং আইপ্যাডে। নতুন প্রসেসরে তারথেকেও অন্তত ৫ গুন শক্তিশালি গ্রাফিক্স এক্সিলারেশন পাওয়া যাবে। এর এইচডিএমআই ১.৩এ ব্যবহার করে বিল্টইন দুটি ডিসপ্লে এবং একটি একাসটারনাল ডিসপ্লে ব্যবহার করা যাবে। আর গেমের জন্য ভাল পারফরমেন্স পাওয়া যাবে সেকথা বলার অপেক্ষা রাখে না।
এবছরই শেষদিকে এটা ডিভাইস নির্মাতাদের হাতে যেতে শুরু করবে। এটা বানিজ্যিকভাবে তৈরী হবে আগামী বছর মাঝামাঝি সময়ে।

No comments:

Post a Comment