May 20, 2010

স্যামসাং এর মেগাজুম ক্যামেরা Samsung WB5500: 26x megazoom digicam

কোন আগাম ঘোষনা ছাড়াই রীতিমত চমক সৃষ্টি করে নতুন ক্যামেরার কথা জানিয়েছে স্যামসাং। তাদের ডব্লিউবি-৫৫০০ মডেলের ক্যামেরায় রয়েছে ২৬ এক্স জুম। ৩৫মিমি এর তুলনায় ২৬-৬৭৬ মিমি জুম তাদের আগের এইচজেড২৫ডব্লিউ (২৪-এক্স) কে ছাড়িয়ে গেছে অনায়াসেই। গঠনের দিক থেকে বড় ধরনের পার্থক্য না থাকলেও নতুন লেন্স ব্যবহার করা হয়েছে। পুরো জুম জুড়ে এফ/২.৮ থেকে এফ/৫.০ ব্যবহার করা যাবে।
আগের মডেলের ১২ মেগাপিক্সেলের যায়গায় ১৩.৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে নতুন মডেলে। এতে ৪,২৮৮ ৩,২১৬ পিক্সেল রেজ্যুলুশনের ছবি পাওয়া যাবে। সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে এতে। ০.২৪ ইঞ্চি ইলেকট্রনিক ভিউফাইন্ডার এবং ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে।
অন্যান্য সবকিছু তাদের এইচজেড২৫ডব্লিই মডেলের মতই। মে মাসেই এটা বাজারে পাওয়া যাবে। দাম ৫২৫ ডলার। 

No comments:

Post a Comment