May 20, 2010

গুগলের নতুন ওয়েব ভিডিও ফরম্যাট Google announce the WebM open web video format

যারা গুগলের জন্য সফটঅয়্যার তৈরী করে তাদের জন্য একটি বড় খবর, গুগল নতুন একটি ভিডিও ফরম্যাট ঘোষনা করেছে। এর নাম ওয়েব-এম। এতে ভিডিওর জন্য VP8 video codec এবং অডিওর জন্য Ogg Vorbis audio codec ব্যবহার করা হয়েছে। ফল হিসেবে ভিডিওকে খুব সহজে মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা নেটবুকে ব্যবহার করা যাবে।

ওয়েব-এম একটি ওপেনসোর্স ফরম্যাট যা বর্তমানের জনপ্রিয় এইচ.২৬৪ এর বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। গুগলের সাথে কাজ করছে ১৬ টি সফটঅয়্যার কোম্পানী (এদের মধ্যে রয়েছে মোজিলা, অপেরা, এডবি, মাইক্রোসফট), এবং ১৪টি হার্ডঅয়্যার নির্মাতা (যার মধ্যে রয়েছে এএমডি, আরম, এনভিডিয়া, ক্যালকম, টেক্সা ইন্সট্রুমেন্টস)। তারা এই কোডেক ব্যবহার করবে বলে ঘোষনা দিয়েছে। সবচেয়ে বড় নাম যা এতে নেই তা হচ্ছে ইন্টেল।
ইউটিউবে বর্তমানের ফরম্যাটের সাথে ওয়েব-এম ফরম্যাটে ভিডিও পাওয়া যাবে। তারসাথে যদি সবগুলি প্রধান ব্রাউজারের সমর্থন থাকে তাহলে খুব দ্রুতই নিজে অপ্রতিদ্বন্দি করে তুলবে সন্দেহ নেই।
কেউ কেউ এরই মধ্যে এপল-এডবি বিরোধের কথাও টেনে এনেছেন।

No comments:

Post a Comment