May 2, 2010

সবচেয়ে দ্রুতগতির হার্ডডিস্ক Samsung STORY Station 3.0

স্যামসাং ষ্টোরিষ্টেশন ৩.০ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এক্সটারনাল হার্ড ডিস্ক। ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই ড্রাইভ ৫ গিগাবিট/সে রেটে ডাটা ট্রান্সফার করতে সক্ষম যেখানে ইউএসবি ২.০ ব্যবহার করলে পাওয়া যায় সর্বোচ্চ ৪৮০ মেগাবিট/সে। ইউএসবি ৩.০ এর জন্য তৈরী হলেও ইউএসবি ২.০ কিংবা ইউএসবি ১.১ পোর্টেও ব্যবহার করা যাবে। এর ধারনক্ষমতা ১ টেরাবাইট থেকে ২ টেরাবাইট।
নতুন ঘোষনা দেয়া সাড়ে ৩ ইঞ্চি এক্সটারনাল হার্ড ড্রাইভ আগের ড্রাইভগুলি থেকে ১০ গুন বেশি গতিতে কাজ করবে। এর সাথে দেয়া হবে স্যামসাং এর অটো ব্যাকআপ, সিক্রেট জোন এবং পাশওয়ার্ড প্রটেকশনের জন্য সেফটি কি সফটঅয়্যার।
ড্রাইভটি একেবারে সাধারন চেহারার এলুমিনিয়াম কেসিং দিয়ে মোড়ানো। ২০০৯ সালে আগের মডেল এই ডিজাইন পুরস্কার পেয়েছিল। এতে ৩টি এনার্জি সেভিং মোড রয়েছে। আয়ডল, স্লিপ এবং সাসপেন্ড।
৩ বছরের ওয়ারেন্টিসহ ড্রাইভটি বিক্রি শুরু হয়েছে।

No comments:

Post a Comment