এমনটাই বানাচ্ছে গাড়ি নির্মাতা ভক্সওয়াগন। বাইক-ই নামের তাদের ইলেকট্রিক বাইক ভাজ করে বয়ে নেয়া যাবে, ইলেকট্রিক লাইনে লাগিয়ে চার্জ করে নেয়া যাবে। সেই চার্জেই চলবে এটা। এর ব্যাটারীতে ২০ কিলোমিটার যাওয়া যাবে অনায়াসে। সর্বোচ্চ গতি ঘন্টায় ২০ কিলোমিটার।
এর ডিজাইন একেবারে সরল এবং অত্যন্ত আকর্ষনীয়। জার্মানীর তৈরী এই সাইকেল কবে নাগাদ বিক্রি হবে সেকথা অবশ্য জানানো হয়নি।
No comments:
Post a Comment