নতুন ভার্শনে নিজস্ব টেক্সট ব্যবহারের সুযোগ আনা হয়েছে। এছাড়া থিমভিত্তিক ষ্টাইল টেম্পলেট, অটোমেটেড সাউন্ড ট্রাক ক্রিয়েশন, অটোমেটিক রেড আই রিমোভাল, সরাসরি ফ্লিকার ব্যবহার, উইন্ডোজ ৭ সাপোর্ট ইত্যাদিও রয়েছে নতুন ভার্শনে।
May 2, 2010
ম্যাজিক্সের ফটোষ্টোরি অন সিডি এন্ড ডিভিডি নতুন ভার্শন Magix PhotoStory on CD & DVD 9
ম্যাজিক্স তাদের ফটোষ্টোরি অন সিডি এন্ড ডিভিডি সফটঅয়্যারের নতুন ভার্শন রিলিজ দিয়েছে। উইন্ডোজের এই স্লাইড শো এডিটরে ছবি এবং ভিডিও ইমপোর্ট করে সেখানে খুব সহজে বিভিন্ন ইফেক্ট, ট্রানজিশন, মিউজিক ইত্যাদি যোগ করে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরী করা যায় এবং এখান থেকেই সরাসরি ডিভিডি মেনু সহ ডিভিডিতে কপি করা যায়। ব্যবহার সহজ হওয়ার কারনে বিশেষ কোন অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন ইত্যাদির স্মরনীয় মুহুর্তগুলি সিডি কিংবা ডিভিডিতে ধরে রাখার জন্য যে কেউ ব্যবহার করতে পারেন। ম্যাজিক্সের ভাষায় ৩ মিনিটে ভিডিও স্লাইড শো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment