মাসদুয়েক ধরেই শোনা যাচ্ছে গুগল টিভি’র কথা। যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার দিন শেষ হওয়ার পথে। আগামী ১৯-২০ তারিখে সানফ্রান্সিকোতে অনুষ্ঠিতব্য গুগল কনফারেন্স উপলক্ষ্যে তারা ৩ হাজার ডেভেলপারকে ওয়েব মিটস টেলিভিশন সফটঅয়্যার দিচ্ছে। ধারনা করা হচ্ছে এই টিভি ব্যবস্থা চালু হতে যাচ্ছে দ্রুতই। খবর দিয়েছে ওয়াল ষ্ট্রিট জার্নাল।গুগল টিভি হচ্ছে এন্ড্রয়েডভিত্তিক প্রযুক্তি যা ইন্টারনেটের মত সবকিছুই ব্যবহারের সুযোগ করে দেবে। ওয়েব সার্চ, সফটঅয়্যার ব্যবহার এবং অবশ্যই ভিডিও দেখার সুযোগ। আর এটা ব্যবহার হবে ড্রইংরুমের টিভিতে। যন্ত্রটি হতে পারে ইন্টারনেট ব্যবহারযোগ্য টিভি, গেম কনসোল, ভিসিআর এর মত বক্স কিংবা ব্লুরে প্লেয়ার।
গুগলের জন্য উদ্দেশ্যটি পরিস্কার। মানুষকে বেশি বিজ্ঞাপন দেখানো এবং তা থেকে আরো অর্থ উপার্জন করা। তবে ঘরে বসে যদি পছন্দের ভিডিও দেখা যায় তাহলে অতিরিক্ত অর্থ ব্যয় করবে কে ?
এজন্য গুগল কাজ করছে ইন্টেল, সনি এবং লজিটেকের সাথে। ধারনা করা হচ্ছে শুরুতে ভিসিআর জাতিয় একটি বক্সের মাধ্যমে একে হাজির করা হবে। এতে ইন্টেলের এটম প্রসেসর, এন্ড্রয়ে অপারেটিং সিষ্টে, এবং লজিটেকের রিমোট থাকবে। এরসাথে টাচস্ক্রিন কিংবা কিবোর্ডের ব্যবস্থা থাকতে পারে। সনির ক্ষেত্রে, তারা তাদের টিভিতে গুগল টিভি সফটঅয়্যার যোগ করতে পারে।
গুগল প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য পরিচিত। হয়ত এর মাধ্যমে প্রচলিত টিভি ব্যবস্থায়ও আমুল পরিবর্তন আসতে যাচ্ছে।
No comments:
Post a Comment