May 3, 2010

মোবাইল ফোনের বিক্রি বাড়লেও পিছিয়ে পড়েছে মটোরোলা Cell phone sales up 22 pct

অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষন হিসেবে গতবছরের তুলনায় এবছর মোবাইল ফোনের বিক্রি বেড়েছে শতকরা ২২ ভাগ। ব্লাকবেরি ফোনের নির্মাতা কানাডীয় কোম্পানী রিসার্চ ইন মোশন প্রথমবারের মত শীর্ষ পাচে উঠে এসেছে। আর আমেরিকায় শীর্ষ পাচে থাকা মটোরোলা তার অবস্থান হারিয়েছে। এই তথ্য দিয়েছে গবেষনা সংস্থা আইডিসি।
বছরের প্রথম ৩ মাসে ফোন নির্মাতারা প্রায় ৩০ কোটি ফোন বিক্রি করেছে। প্রধান ফোন নির্মাতাদের তথ্য থেকে এই ফল পাওয়া গেছে। অবশ্য এই তুলনা করা হচ্ছে গতবছরের এমন এক সময়ের সাথে যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল।
শীর্ষ পাচের ঠিক পরেই অবস্থান করছে এপল। এবছর এখন পর্যন্ত তাদের বিক্রি মটোরোলার চেয়ে বেশি। বিক্রিতে মটোরোলাকে ছাড়িয়ে যাওয়ার এটাই প্রথম ঘটনা। তাদের বিক্রি ধারা অব্যাহত থাকলে সেরা পাচে যায়গা করে নেবে ধরে নেয়া যায়।

No comments:

Post a Comment