May 3, 2010

সনির পার্সোনাল ইন্টারনেট ভিউয়ার : ড্যাস Sony Dash launches

সনি ড্যাস ভিউয়ার নামে তাদের পার্সোনাল ইন্টারনেট ভিউয়ার বাজারে ছেড়েছে। ২০০ ডলার দামের এই ডিভাইসকে ট্যাবলেট পিসি এবং ভবিষ্যতের ডিজিটাল ঘড়ির সাথে তুলনা করা যেতে পারে। এতে মাল্টিটাচ ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ইন্টারনেটের জন্য ওয়াই-ফাই কানেকটিভিটি রয়েছে।
সনির মুল্য লক্ষ্য এমন ঘড়ি তৈরী করা যা আপনাকে সময়মত ঘুম থেকে উঠাবে, আবহাওয়া, ট্রাফিক অবস্থা, খবর ইত্যাদি জানাবে। আর যদি এগুলি জরুরী না হয় তাহলে একে ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন কিংবা ফেসবুক, টুইটার, ফ্লিকার ইত্যাদি ব্যবহার করতে পারেন।
এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও প্লেব্যাক সুবিধে রয়েছে। রয়েছে মিডিয়া ফাইলের জন্য ইউএসবি ডিভাইস সংযোগ দেয়ার ব্যবস্থা। ষ্টেরিও স্পিকার রয়েছে।
এর ওজন ৫৪৪ গ্রাম। কাজেই একে বহনযোগ্য বলা হয়ত যায় না। তারপরও, দাম এবং সুবিধে বিচার করলে বেশ আকর্ষনীয়।

No comments:

Post a Comment