এপল আইপ্যাডের ঘোষনা দেয়ার দিন থেকে এটা নিশ্চিত হয়ে গেছে যে অন্যরাও ট্যাবলেট পিসি বাজারে আনবে। ঘোষনা দিয়েছিল অনেক কোম্পানীই, তারমধ্যে একেবারে সাম্প্রতিক ঘটনা হচ্ছে মাইক্রোসফট এবং এইচপির পিছিয়ে যাওয়া। এখন জানা যাচ্ছে স্যামসাং এগিয়ে আসছে তাদের ট্যাবলেট পিসি নিয়ে। ৭ ইঞ্চি সুপার এমোলিড ডিসপ্লের এই ডিভাইসের নাম এস-প্যাড। চলবে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে। আগষ্ট মাসে বাজারে পাওয়া যাবে।
স্যামসাং আনুষ্ঠানিকভাবে জানায়নি কিন্তু ইন্টারনেটে বলা হচ্ছে নির্ভরযোগ্য সুত্র থেকে এখবর পাওয়া। এর ডিসপ্লে সবদিক থেকেই এপলের আইপ্যাড থেকে উন্নত। এরজন্য এপলের মত একটি এপ্লিকেশন ষ্টোর চালু করা হবে, ট্যাবলেটের সাথে ইউএসবি প্লাগ দেয়া হবে এবং ই-বুক রিডার হিসেবে একটি সফটঅয়্যার থাকবে এসব জানা গেছে।
এখানে প্রকাশিত ছবিটি মক-আপ, মুল ডিভাইসের ফটোগ্রাফ না। মুল ডিভাইস অন্যরকম হতে পারে।
No comments:
Post a Comment