নতুন ফটোগ্রাফারদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে ফুজিফিল্ম। প্রতিযোগিতার নাম মাই-ওয়ে-ফটো-কনটেষ্ট। আজ থেকে ২৬ জুনের মধ্যে ছবি পাঠাতে হবে। ছবির বিষয় মাদার’স ডে, ফাদার’স ডে এবং গ্রাজুয়েশন।আপনি আগ্রহি হলে মাদার’স ডে, ফাদার’স ডে অথবা শিক্ষা সমাপনী দিবসের ছবি উঠিয়ে তাদের ওয়েবসাইটে পাঠাবেন এবং সেখানে অন্য ছবিকে ভোট দেবেন। তিনটি বিভাগে সেরা ফটোগ্রাফারকে পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ৫ হাজার ডলার, ফুজিফিল্মের এইচচসে-১০ ক্যামেরা এবং আরো ২৫০ ডলারের ফটোগ্রাফি সামগ্রী। ২য় এবং ৩য় পুরস্কার জেড২৭০ইএক্সআর ক্যামেরা এবং অন্যান্য উপহার। এরপর প্রতিদিনই নানাধরনের হাজার হাজার উপহার দেয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়ম, পুরস্কার এবং অন্যান্য তথ্য জানার জন্য তাদের ওয়েবসাইট দেখুন
টুইটার http://twitter.com/#search?q=%40mywayphoto এবং ফেসবুকেও http://www.facebook.com/pages/MyWayPhotoContestcom/116540865024459?ref=ts তাদের তথ্য পাওয়া যাবে।
No comments:
Post a Comment