আইপ্যাডের বিক্রি যত বেশিই হোক না কেন, যারা সবকিছু খুটিয়ে দেখেন তাদের সন্তুষ্ট করতে পারেনি। ইন্টারনেট ব্যবহারের সময় জাভাস্ক্রিপ্ট ব্যবহারে তা অন্যদের থেকে অনেক পিছিয়ে। অন্তত ডেস্কটপ পিসির সাথে কোন তুলনাই চলে না। ইন্টেলের এটম প্রসেসর ভিত্তিক নেটবুকের সাথে তুলনায় এর কর্মক্ষমতা ৩ ভাগের একভাগ।এপল আইপ্যাড ১ গিগাহার্টজ আরম এ-ফোর প্রসেসরের লেনোভো এস-১০ই এবং গিগাবাইট এম-৭০৪ নেটবুকের তুলনায় তারা অনেক এগিয়ে। উল্লেখ্য এদের মধ্যে ক্লক স্পিডের পার্থক্য রয়েছে কিন্তু বর্তমান বাজারে এটাই সর্বনিম্ন।
আইপ্যাডে ম্যাক অপারেটিং সিষ্টেম ব্যবহার না করার পেছনে এপলের এটা একটা বড় কারন হতে পারে বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা।
No comments:
Post a Comment