May 5, 2010

এইচপি এএমডি প্রসেসর দিয়ে ল্যাপটপ আনছে HP adds AMD chips

এইপি তাদের পুরো কম্পিউটার সিরিজকে নতুনভাবে বাজারে আনছে। এর মধ্যে রয়েছে তাদের এনভি, প্যাভিলিয়ন এবং মিনি নেটবুক এবং প্রোবুক এন্ট্রারপ্রাইজ পিসি। এদের বেশ কয়েকটিতে এএমডি প্রসেসর ব্যবহার করা হবে। আগামী মে-জুন মাসেই এগুলি বাজারে আসবে।
তাদের উচুমানের এনভি সিরিজের দাম কমিয়ে ৯৯৯ ডলার থেকে ১২৯৯ ডলারের মধ্যে আনা হবে বলে জানিয়েছে তারা। এতে স্লট-লোড অপটিক্যাল ড্রাইভ এবং ব্যাক-লিট কিবোর্ড যোগ করা হবে।
বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার নির্মাতা এইচপি এবছর প্রথম ৩ মাস দোড় কোটির বেশি কম্পিউটার বিক্রি হরেছে। তাদের ল্যাপটপ বিক্রির হার প্রতি সেকেন্ডে ২ এর বেশি। বিশ্বের মোট কম্পিউটারের ২০ ভাগ তাদের তৈরী।

No comments:

Post a Comment