ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার চার্লি ওয়েট ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কর্মশালা এবং ফটোগ্রাফিক ট্যুরের উপযোগিতা ব্যাখ্যা করেছেন এভাবে।
উৎসাহ এবং অনুপ্রেরনা
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কর্মশালা ফটোগ্রাফি বিষয়ে উৎসাহ যোগাতে পারে, আপনার মনোবল বাড়াতে পারে। কোন পরিস্থিতিতে গিয়ে কিভাবে ছবি উঠাবেন তার একটা চিত্র গেথে দিতে পারে আপনার মনে।
আকর্ষনীয় যায়গা সম্পর্কে আগ্রহি করা
ফটোগ্রাফিক ট্যুরে আপনি অবশ্যই এমন যায়গায় যাবেন যা সৌন্দয্যের জন্য পরিচিত। দেশে কিংবা বিশ্বে সেরা যায়গা। আপনাকে নতুন যায়গা খুজে বের করা থেকে রক্ষা করে তারাই জানিয়ে দেবে কোন যায়গা ফটোগ্রাফির জন্য বেশি উপযোগি।
সমমানষিকতার মানুষের সঙ্গলাভ
স্বাভাবিকভাবেই এধরনের কর্মশালায় অন্য যাদের দেখা পাবেন তাদের মানষিকতা একই ধরনের, আগ্রহ একই বিষয়ে, চিন্তার ধরন এক। তাদের সাথে পরিচিত হওয়া, মত বিনিময় করার সুযোগ এনে দিতে পারে কর্মশালা।
হাতেনাতে বিশেষজ্ঞ পরামর্শ
ছবি উঠানোর সময় ভুলভ্রান্তি ধরে দেয়া থেকে শুরু করে কিভাবে বিশেষ পরিস্থিতিতে আরো উন্নতি করা যায় সেটা জানার সুযোগ থাকে।
কাজের নিজস্ব ধরন তৈরী করা
প্রত্যেক ফটোগ্রাফারের নিজস্ব ষ্টাইল থাকে। আপনি হয়ত কারো ষ্টাইল দেখে মুগ্ধ। তাকে অনুসরন করার পাশাপাশি নিজস্ব ষ্টাইল নিয়ে পরীক্ষা করার সুযোগ থাকে এধরনের কর্মশালায়।
সেরা সময়ে সেরা যায়গায়
বছরের কোন সময় কোন যায়গা ফটোগ্রাফির জন্য সবচেয়ে ভাল সেটা হিসেব করেই এধরনের ট্যুরের ব্যবস্থা করা হয়।
প্রযুক্তি ব্যবহারের নিয়ম
ঠিক কোন পরিস্থিতিতে কি এক্সপোজার ব্যবহার করতে হবে, কি ফিল্টার ব্যবহার করতে হবে এবিষয়ে বাস্তব অভিজ্ঞতালাভ।
অনুশীলন
যে তাত্ত্বিক জ্ঞান লাভ করেছেন তাকে বাস্তবে প্রয়োগ করে দেখার সুযোগ তৈরী করে দেয় এধরনের ফটোগ্রাফিক ট্যুর।
দেখতে শেখা
খালি চোখে দেখা এবং ক্যামেরার চোখে দেখা দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। একজন ফটোগ্রাফার যে দৃষ্টিতে, যতটুকু দেখেন সাধারনভাবে অন্যরা সেভাবে দেখেন না। এবিষয়ে বাস্তব জ্ঞানলাভ করা যায় এতে।
গঠনমুলক সমালোচনা
আপনার ছবি কি করলে আরেকটু ভাল হতে পারে এ বিষয়ে সাথেসাথেই পরামর্শ পেতে পারেন।
সময়ের সঠিক ব্যবহার
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার জানেন দিনের কোন সময় কোথায় সবচেয়ে ভাল ছবি পাওয়া যায়। কোথাও সুর্য ওঠার আগে, কোথাও সুর্য ওঠার সময়, কোথাও কিছুটা পরে। দিনের কোন সময় কি পরিমান আলো থাকলে কোন সেটিং ব্যবহার করতে হয় সেটা জানার সুযোগ হয় এধরনের কর্মশালায়।
বন্ধুত্ব গড়া এবং আনন্দময় সময় কাটানো
এধরনের ট্যুরে যাদের সাথে থাকবেন তাদের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে পারে, পরবর্তীতে সোস্যাল নেটওয়ার্কের মাধ্যমে সবসময় যোগাযোগ রাখার সুযোগ তৈরী হয়। আর বিখ্যাত প্রোফেশনাল ফটোগ্রাফারের সাথে সময় কাটানোর বিষয়টি তো আছেই।
** বাংলাদেশে যারা ফটোগ্রাফিতে আগ্রহি তাদের জন্য এধরনের সুযোগ হয়ত এখনও ততটা নেই। ক্যামেরার ব্যবহার বাড়ার সাথেসাথে একটু একটু করে গড়ে উঠছে।
No comments:
Post a Comment