কম্যুনিকেটর মোবাইল সফটঅয়্যার নামে পরিচিত এই সফটঅয়্যার ব্যবহার করে ব্যবহারকারী জানার সুযোগ পাবেন তার সহকর্মীর সাথে যোগাযোগ করা যাবে কি-না। তারপর ইচ্ছে করলে ইনষ্ট্যান্ট মেসেঞ্জার, ই-মেইল, টেক্সট বা ফোন করবেন। এই তালিকায় কার নাম অন্তর্ভুক্ত থাকবে তা আবেদনের প্রেক্ষিতে সরাসরি ফোনেই দেয়া থাকবে।
নোকিয়া ই-৫২ এবং ই-৭২ ব্যবহারকারীরা নোকিয়ার অভি ষ্টোর থেকে সফটঅয়্যারটি পেতে পারেন।
No comments:
Post a Comment