May 5, 2010

নোকিয়া-মাইক্রোসফটের মোবাইল সফটঅয়্যার Nokia, Microsoft launch new mobile software

নোকিয়া এবং মাইক্রোসফট যুগ্মভাবে মোবাইলের সফটঅয়্যার বাজারে ছেড়েছে। বড় সংস্থাগুলিতে রিসার্চ ইন মোশন এর ব্লাকবেরির একচ্ছত্র আধিপপ্ত্য খর্ব করতেই এই ব্যবস্থা বলে ধরে নেয়াই যায়। একসময় নোকিয়া এবং মাইক্রোসফট টেলিযোগাযোগ ব্যবসায় একে অন্যের প্রবল প্রতিদ্বন্দি ছিল। ২০০৯ সালে তারা একসাথে কাজ করার চুক্তি করে। এবছরই নোকিয়ার মোবাইল ফোনে মাইক্রোসফটের অফিস চালু করার কথা।

কম্যুনিকেটর মোবাইল সফটঅয়্যার নামে পরিচিত এই সফটঅয়্যার ব্যবহার করে ব্যবহারকারী জানার সুযোগ পাবেন তার সহকর্মীর সাথে যোগাযোগ করা যাবে কি-না। তারপর ইচ্ছে করলে ইনষ্ট্যান্ট মেসেঞ্জার, ই-মেইল, টেক্সট বা ফোন করবেন। এই তালিকায় কার নাম অন্তর্ভুক্ত থাকবে তা আবেদনের প্রেক্ষিতে সরাসরি ফোনেই দেয়া থাকবে।
নোকিয়া ই-৫২ এবং ই-৭২ ব্যবহারকারীরা নোকিয়ার অভি ষ্টোর থেকে সফটঅয়্যারটি পেতে পারেন।

No comments:

Post a Comment