May 5, 2010

মোবাইল ফোনের জন্য ইন্টেল এটম প্রসেসর Intel unveil new Atom-based platform for smartphones and tablets

ইন্টেল ঘোষনা করেছে তারা মোবাইল ফোন এবং ট্যাবলেট ডিভাইসের জন্য নতুন এটম প্রসেসর তৈরী করেছে। তাদের এই প্রসেসর ব্যবহার করে তৈরী স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভাইসে পিসির মত কাজ করা যাবে। এমনকি ফুল হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা যাবে। তারচেয়েও বড় কথা, এরজন্য শক্তি প্রয়োজন হবে একেবারেই কম।
সব মিলিয়ে প্রযুক্তির জন্য সুখবর সন্দেহ নেই। মোবাইল ফোনের প্রসেসরে একটি বড় সমস্যা শক্তি যোগান দেয়া। যত শক্তিশালী প্রসেসর তত বেশি শক্তি, ব্যাটারীর ওপর চাপ তত বেশি। কিন্তু ইন্টেল তাদের জেড৬ সিরিজের নতুন এই প্রসেসরে কর্মক্ষমতা বাড়ানোর সাথেসাথে কম শক্তি ব্যবহারের পদ্ধতিও বের করেছে।
ইন্টেলের কথামত নতুন এই প্রসেসর মোবাইল ডিভাইসে কম্পিউটারের শক্তি এনে দেবে। সেইসাথে থ্রিডি গ্রাফিক্স ব্যবহার, ফুল হাই ডেফিনিশন ভিডিও ইত্যাদি নিয়েও ভাবতে হবে না।
তাদের প্রসেসরের নাম মুরসটাউন। এই প্রসেসর মোবাইল ফোনে ব্যবহার করে  সেখানে কোয়াক থ্রি গেম প্রদর্শন করা হয়েছে।

No comments:

Post a Comment