May 6, 2010

ভি্ডিও গেম খেলে ১০ লক্ষ ডলার Xbox gamer wins $1 million for perfect score

কারো কাছে ভিডিও গেম নেশার মত। অন্য কাজ ফেলে, পড়াশোনা রেখে গেম নিয়ে থাকেন। আমেরিকায় আলাবামার ওয়েড ম্যাকগিলবেরী তেমন গেমের ভক্ত ছিলেন না। বড়জোর বাড়িতে বসে বউয়ের জন্য অপেক্ষার সময় আধঘন্টা থেকে ১ ঘন্টা খেলতেন। তার আগ্রহ ছিল হালো কিংবা কল অব ডিউটির মত গেমে। স্পোর্টস গেম খেলতেন না। এরপরও, এক্স-বক্সে অনলাইন বেসবল খেলার এক প্রতিযোগিতায় নিখুত স্কোর করায় তিনি পুরস্কার পেয়েছেন ১০ লক্ষ ডলার।
২৪ বছর বয়সীকে এই ব্যক্তি খেলায় ভাল করার পর তার স্ত্রীর কাছে অনুমতি পেয়েছিলেন প্রয়োজনে অন্য কাজ বাদ দিয়ে হলেও শেষ পর্যন্ত খেলবেন। জানা গেছে তাকে অন্য কাজ বাদ দিতে হয়নি।
গেম নির্মাতা ২কে তাকে বিজয়ী ঘোষনা করায় সে অবাক হয়েছে। তারা প্রথমে তাকে ফোন করে জানায় তার এক্স-বক্সটি তারা পরীক্ষা করে দেখবে, এরপর তার হাতে তুলে দেয় ১০ লক্ষ ডলারের চেক।
সিবিএস নিউজের এক সাক্ষাতকারে তিনি বলেছেন এটা তাদের জীবন পাল্টে দেবে।

No comments:

Post a Comment