May 9, 2010

ফটোশপ টিউটোরিয়াল Photoshop Bangla Tutorial Part - 6

ডিজিটাল ক্যামেরায় কারো ছবি উঠানোর পর হয়ত লক্ষ্য করেছেন সেখানে নানাধরনের খুত পাওয়া যায়। কারো গালে দাগ থাকতে পারে, কোনকিছুর দাগ লাগতে পারে, কখনো চোখের রং লাল দেখা যায়। কিংবা আপনার পুরনো ছবি রয়েছে যা বিভিন্ন যায়গায় নষ্ট হয়ে গেছে, সেটি ঠিক করতে চান। সাধারনভাবে এই পদ্ধতি রিটাচিং নামে পরিচিত। কিভাবে রিটাচ করবেন জেনে নিন।

মুখের দাগ দুর করা
নির্দিষ্ট যায়গায় ছোট দাগ দুর করার জন্য Spot Healing Brush Tool টুল যাদুকরী কাজ করে। এটা ব্যবহারের জন্য ছবিটি ওপেন করে জুম করুন।
টুলবক্স থেকে Spot Healing Brush Tool টুল সিলেক্ট করুন।
দাগের ওপর ক্লিক করুন।
ব্যস, এক ক্লিকেই দাগ দুর।
Healing Brush Tool টুল Spot Healing Brush Tool এর মতই, পার্থক্য হচ্ছে একটি ছোট স্পট এর বদলে বড় যায়গা ব্যবহার করা যায়। এজন্য সুবিধেজনক একটি যায়গাকে সোর্স হিসেবে পছন্দ করে তাকে অন্য যায়গায় ব্যবহার করা যায়। যেমন উদাহরন হিসেবে ছবির কপালের টিপ মুছে দেয়ার জন্য টিপের বাইরের একই রঙের অংশকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
Healing Brush Tool টুল ব্যবহারের জন্য টুলটি সিলেক্ট করুন।
যে যায়গাকে সোর্স হিসেবে ব্যবহার করতে চান সে যায়গায় মাউস পয়েন্টার এনে কিবোর্ডে Alt চেপে ক্লিক করুন।
যে যায়গায় Healing Brush Tool ব্যবহার করতে চান (এখানে কপালের টিপ) সেখানে মাউস ক্লিক করুন।
 প্যাচ টুল
যে যায়গা ঠিক করা প্রয়োজন তা যদি অনেকটা বড় হয় (যেমন মুখের ওপর এসে পড়া চুল) তাহলে প্যাচ টুল ব্যবহার করতে পারেন।
উদাহরনের ছবির মুখের ওপর এসে পড়া চুলগুলি বাদ দেয়ার জন্য যা করতে হবে;
প্যাচ টুল সিলেক্ট করুন।
মাউস ড্রাগ করে যে যায়গাটুকু থেকে চুল বাদ দিতে চান সে যায়গাটুকু সিলেক্ট করুন।
সিলেকসনের মধ্যে ক্লিক করে সিলেকসনটি পাশে সরিয়ে নিন। ফলাফল উদাহরনের ছবিতে দেখুন।
ক্লোন ষ্ট্যাম্প টুল
কখনো কখনো ছবিতে এত বড় যায়গার পরিবর্তন করা প্রয়োজন হয় যা হিলিং ব্রাস দিয়ে করা যায় না। উদাহরনের ছবি দেখুন। এতে ভাঙা এবং ময়লা সুইচবোর্ড অসুন্দর দেখাচ্ছে। একে বাদ দিয়ে সেখানে পরিস্কার দেয়াল দেখানো সম্ভব। এক্ষেত্রে ক্লোন ষ্ট্যাম্প টুল ব্যবহার করুন।
টুলবক্স থেকে Clone Stamp Tool টুল সিলেক্ট করুন।
যে যায়গাকে সোর্স হিসেবে ব্যবহার করতে চান সেখানে মাউস পয়েন্টার এনে (এখানে দেয়ালের পরিস্কার অংশ) কিবোর্ডে Alt কি চেপে ক্লিক করুন।
মাউস পয়েন্টারকে নির্দিস্ট যায়গায় এনে (এখানে সুইচ বোর্ড) মাউস চেপে ধরুন। সোর্সের যায়গা এখানে কপি হতে থাকবে। সাবধানে মাউস ব্রাস করে সম্পুর্ন সুইচবোর্ডটি বাদ দেয়া যাবে।
রেড-আই কারেকশন
ক্যামেরায় উঠানো ছবিতে অনেক সময় দেখা যায় চোখের রঙ লাল হয়ে গেছে। ফটোগ্রাফির ভাষায় একে রেড-আই বলে। এই সমস্যা দুর করার জন্য রেড-আই টুল ব্যবহার করুন।
ছবিটি ওপেন করে জুম করুন।
টুলবক্স থেকে রেড-আই টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টারটি সিলেকশন টুলের মত দেখাবে।
চোখের লাল অংশটুকু সিলেক্ট করুন।
ফটোশপ নিজেই সমস্যা সমাধান করে দেবে।

2 comments:

  1. বস জটিল লেখা। আচ্ছা ভাইজান সিএস ফাইব দিয়ে ছবি স্কেন করতে পারছি না কেন বলতে পারেন। কিন্তু অন্যান্য ভারর্সন দিয়ে ঠিক পারছি। এর সমাধান আপনার কাছে যদি থাকে তাহলে জনাবেন।

    ReplyDelete
  2. আরো চাই ভাই চালিয়ে জান আমি আছি আপনার সাথে।

    ReplyDelete