কম্পিউটার ছাড়াই প্রিন্ট করার জন্য এতে ১.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এবং বিল্ট-ইন মেমোরী কার্ড স্লট রয়েছে। কার্ড রিডারে কার্ড ঢুকিয়ে বাটন ডিসপ্লেতে দেখে সরাসরি প্রিন্টারের বাটন টিপেই বর্ডারলেস ফটো প্রিন্ট করা যাবে। এছাড়া এতে ২৫% থেকে ৪০০% বড়-ছোট করার সুবিধেও রয়েছে।
এর প্রিন্ট স্পিড ৬.৪ কালো এবং ৩.৩ রঙিন। একই কালি ব্যবহার করে ফটো এবং সাধারন প্রিন্ট করা যায়।
এর দাম ৯৯.৯৯ ডলার।
No comments:
Post a Comment