May 8, 2010

কমদামে এপসনের নতুন অল-ইন-ওয়ান ফটোপ্রিন্টার Epson Stylus NX420

এপসনের নতুন প্রিন্টার Epson Stylus NX420 বিশ্বের প্রথম অয়্যারলেস অল-ইন-ওয়ান প্রিন্টার যার দাম ১০০ ডলারের নিচে। দাম কম বলে অবহেলার করার উপায় নেই। এর রয়েছে পৃথক রঙের কার্ট্রিজ, ওয়াটার রেজিষ্ট্যান্ট ইংক, দ্রুতগতির প্রিন্ট, এক ক্লিকে রেড আই রিমোভাল, ২৪০০ ডিপিআই স্ক্যানিং, ২-সাইড প্রিন্টিং সবকিছুই।
কম্পিউটার ছাড়াই প্রিন্ট করার জন্য এতে ১.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এবং বিল্ট-ইন মেমোরী কার্ড স্লট রয়েছে। কার্ড রিডারে কার্ড ঢুকিয়ে বাটন ডিসপ্লেতে দেখে সরাসরি প্রিন্টারের বাটন টিপেই বর্ডারলেস ফটো প্রিন্ট করা যাবে। এছাড়া এতে ২৫% থেকে ৪০০% বড়-ছোট করার সুবিধেও রয়েছে।
এর প্রিন্ট স্পিড ৬.৪ কালো এবং ৩.৩ রঙিন। একই কালি ব্যবহার করে ফটো এবং সাধারন প্রিন্ট করা যায়।
এর দাম ৯৯.৯৯ ডলার।

No comments:

Post a Comment